আবদুল্লাহ সিরাজীর মেট্রোপলিটন ম্যানেজমেন্ট ইন্সটিটিউট থেকে সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজের একটি সনদ রয়েছে। বর্তমানে তিনি মেট্রোপলিটন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেনে ডিপ্লোমা করছেন। সহ-প্রতিষ্ঠাতা হিসেবে আব্দুল্লাহ সিতুকা ইয়ুথ ডেভেলপমেন্ট নামে একটি জনগোষ্ঠীভিত্তিক সংস্থা [সিবিও] প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো ব্যক্তির ক্ষমতায়ন এবং সামর্থ বৃদ্ধি ও মনোভাব বদলানোর মাধ্যমে জনগোষ্ঠ-তে পরিবর্তন আনা। যুবকদের মাঝে ভালো মোবিলাইজেশনের কারণে সিতুকা যুবকদের কৃষক দলে যুক্ত হতে অন্যন্য উন্নয়ন অংশীদারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। এর ফলে জিরোবো কালাগালা ইয়ুথ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর জন্ম হয়, বর্তমানে যেখানে আব্দুল্লাহ সচিব হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি একজন টমেটো ও কলা-চাষি, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক এবং সকি উগান্ডা ও লুয়েরোর পলিসি ইয়ুথ অ্যাডভোকেসি চ্যাম্পিয়ন। তাঁর সমবায়ের লক্ষ্য হলো, লুয়েরো জেলার কৃষকদের জন্য একটি ওয়ান স্টপ সেন্টার প্রতিষ্ঠা এবং কৃষির মূল্য সংযোজনে শীর্ষস্থানীয় যুব-নেতৃত্বাধীন সমবায় হয়ে ওঠা। তাঁর পরিকল্পনা হলো, কম টাকা খরচ করে কৃষি-রাসায়নিক কেনা এবং জৈবিকভাবে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের প্রশিক্ষিত করার কাজে স্মার্ট প্রজেক্টর ব্যবহার করা।
Person Type
মাছ চাষ
Location
জলবায়ু পরিবর্তন অভিযোজন
Photo