<<90000000>> দর্শক
<<266>> উদ্যোক্তা 18টি দেশে
<<4647>> টি কৃষিবাস্তুবিদ্যা ভিডিও
<<107>> ভাষা উপলব্ধ

আলফামোয়ে ২৯ বছর বয়সী একজন তরুণ উদ্যোক্তা। তিনি ম্যানেজমেন্ট কন্ট্রোল অডিট বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি এআই টাটা ফার্ম সারলু এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও পরিচালক। প্রচণ্ডভাবে কৃষিকাজের দিকে ঝুঁকে পড়ার আগে আলফামোয়ে একবছর ব্যাংকে কাজ করেন। আলফামোয়ে খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ে চিনে একটি প্রশিক্ষণ নেন। এরপর তিনি তাঁর নিজস্ব উদ্যোগ স্থাপন করেন, যার লক্ষ্য ছিল কৃষিপণ্য (হাঁস-মুরগি, বাগান ও দুগ্ধপণ্য) উৎপাদন ও বিক্রি করা। আলফামোয়ের স্বপ্ন হলো মালির অন্যতম বৃহৎ কৃষি-উদ্যোগ প্রতিষ্ঠা করা এবং দেশের খাদ্য সুরক্ষায় কার্যকর অবদান রাখা।

Person Type
মাছ চাষ
Location
Mali
Photo
আলফামোয়ে এএসকেওএফএআরই

আমাদের স্পনসরদের ধন্যবাদ