<<90000000>> দর্শক
<<266>> উদ্যোক্তা 18টি দেশে
<<4647>> টি কৃষিবাস্তুবিদ্যা ভিডিও
<<107>> ভাষা উপলব্ধ

আমাদৌ সেকো নিমাগা মালির একজন তরুণ উদ্যোক্তা। তিনি আফ্রিকা কানেক্টিং নামের একটি উদ্যোগের প্রতিষ্ঠাতা ও সিইও। ২০১৩ সালে এই উদ্যোগ প্রতিষ্ঠার পরে ২০১৪ সালে তিনি জৈব-পণ্যগুলো বিতরণের একটি নেটওয়ার্ক চালু করার উদ্যোগ নেন। এই উদ্যোগের লক্ষ্য হলো জৈব-খাদ্য সনাক্ত করা এবং বামাকো-তে [মালির রাজধানী] বসবাসকারী পরিবারগুলোতে সরবরাহ করা। মালিয়ান কৃষকদের দক্ষতা বাড়ানোর কাজে সহায়তা করার জন্য ২০১৬ সালে সবুজ উদ্ভাবনী কেন্দ্র আফ্রিকা কানেক্টিং-কে তাদের অংশীদার হিসেবে বেছে নিয়েছিল। ২০১৮ সালে তিনি তরুণ মালিয়ানদের প্রশিক্ষণের জন্য এমন এক হাইড্রোপোনিক কৃষি ব্যবস্থার প্রবর্তন করেন যা তরুণ উদ্যোক্তাদের উজ্জীবিত করবে বলে তিনি মনে করেন। আমাদৌর উচ্চাকাক্সক্ষা হলো, মালিয়ান পারিবারিক কৃষি থেকে শুরু করে কৃষিব্যবসা পর্যন্ত কৃষির সকল ক্ষেত্রে পরিবর্তন আনতে অবদান রাখা এবং ভিডিও-কে সেই কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা।

Person Type
মাছ চাষ
Location
Mali
Photo
আমাদৌ সেকো নিমাগা

আমাদের স্পনসরদের ধন্যবাদ