বর্তমানে জনজীবন এমএসিএস নামে একটি সংস্থায় মাঠ কর্মকর্তা ও সমন্বয়কারী হিসেবে কাজ করছেন। এটি নাল্লাচেরুভুতে কৃষক তৈরির একটি সংস্থা। সংস্থাটি যুব, নারী ও শিশু এবং কৃষকদের ক্ষমতায়ন বিষয়ে কাজ করে। অনুরাধা মাঠ পরিদর্শনের সময় গ্রামীণ জনগোষ্ঠীগুলোতে ইকোলজিকাল চর্চাগুলো দেখানোর জন্য এবং ভোক্তা ও উৎপাদনকারীদের ক্ষমতায়নের মাধ্যমে কৃষক উৎপাদনকারী সংস্থার ব্যবসায়ের বিকাশের লক্ষ্যে ভিজ্যুয়াল শেখার সরঞ্জাম হিসেবে স্মার্ট প্রজেক্টর ব্যবহার করার পরিকল্পনা করছেন।
Person Type
মাছ চাষ
Location
ভারত
Photo
Title
(ওয়াসান সংস্থার দলের সদস্য, অনন্তপুর)