ভৈরব কুমার ভারতের অন্ধ্র প্রদেশের কাদাপা জেলার জঙ্গমপল্লির অধিবাসী। তিনি ঐতিহ্যগত কৃষিপদ্ধতিচর্চায় সিদ্ধহস্ত। তিনি পাঞ্জাবের রাও দেশমুখ কৃষি বিদ্যাপীঠ, আকোলা (পিডিকেভি) বিশ^বিদ্যালয় থেকে কৃষি বিষয়ে বিএসসি পাস করেছেন। বর্তমানে তিনি সেন্টার ফর সাসটেইনেবল এগ্রিকালচার (সিএসএ)-তে কর্মসূচি কর্মকর্তা (উৎপাদন ও প্রশিক্ষণ) হিসেবে কর্মরত। এখানে তিনি জৈব/প্রাকৃতিক চাষাবাদ পদ্ধতির উন্নয়নে কৃষক তৈরির সংস্থাগুলোর সাথে কাজ করছেন। তার সংস্থা থেকে তিনি প্রশিক্ষণ, সমাবেশ, শোভাযাত্রা, গ্রামে জনগোষ্ঠী পর্যায়ের প্রদর্শনী প্রভৃতি কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে টেকসই চর্চা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছেন।
Person Type
মাছ চাষ
Location
ভারত
Photo
Title
কাদাপা জেলা, আনাদ্র প্রদেশ