মাটির স্বাস্থ্য উন্নত করতে বয়োচারের ব্যবহার
আপলোড করা হয়েছে 8 months ago Loading

16:06
যেসব এলাকায় চাষের জন্য জলের সঙ্কট আছে, সেসব স্থানে ফসলের ক্ষেতে জল সংরক্ষণের জন্য বায়োচার বা ছাই ব্যবহার করা হয়। বয়োচার জল ধরে রাখে এবং সময়মতো গাছের চাহিদা অনুযায়ী ধীরে ধীরে প্রয়োজনীয় পরিমাণে ছেড়ে দেয়। ফলে আপনাকে কম সেচ দিতে হবে যা আপনার খরচ ও শ্রম বাঁচাবে। বায়োচার ব্যবহারের ফলে মাটি অধিক ফলনশীল হয়ে ওঠে।
বর্তমান ভাষা
Bangla
প্রযোজনা
Shanmuga Priya J.