<<90000000>> দর্শক
<<320>> উদ্যোক্তা 18টি দেশে
<<5432>> টি কৃষিবাস্তুবিদ্যা ভিডিও
<<110>> ভাষা উপলব্ধ

দুধ দেওয়া ছাগলের খাবারদাবার

Author
Jeff Bentley
Feeding dairy goats

প্রাচীনকাল থেকে সাম্প্রতিককাল পর্যন্ত ইউরোপে ছাগল পরিবারেরই সদস্য ছিল। গ্রীষ্মম-লীয় দেশেগুলোতে পারিবারিক খামারসমূহে ছাগল এখনও গুরুত্বপূর্ণ। কেননা, ছাগলকে আপনি যা-ই খেতে দেবেন সে সবই খেয়ে নেবে, যার মধ্যে এমন শুষ্ক ও শক্ত গাছগাছালিও রয়েছে যেগুলো শুকর, গোমহিষাদি এমন কি ভেড়াও খেতে পারে না। ছাগল বর্জ্য খেয়ে সেগুলোকে দুধে পরিণত করে। নারীরা খুব সহজে ছাগল পালতে পারেন, তারা বাজারে ছাগলের দুধ বিক্রি করতে পারেন অথবা নিজেদের শিশুকে পান করাতে পারেন।   

 

তবে, ছাগল দুরন্ত হতে পারে। সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা যায় কেনিয়ার এমউইগিটো-এর ডাকোপোকে গ্রামের কৃষকেরা দেখান যে, ছাগল খুব পরিষ্কার প্রাণী এবং তারা ময়লা ও মূত্র লেগে দূষিত হয়ে যাওয়া পানি পান করে না এবং এরকম কোনো খাবারও খায় না। 

 

এই ভিডিওতে দেখোনো হয়েছে, ছাগলকে খাওয়ানোর জন্য সাধারণ গাছগাছালি যেমন, কলা গাছের কা- ও পাতা, মিষ্টি আলুর লতাপতা, সবুজ ঘাস কীভাবে সংগ্রহ করতে হয়, সংগ্রহের পর ছাগলকে খাওয়ানোর আগে সেগুলোকে তিন দিন শুকিয়ে নিতে হয়। যদি খাবার শুকনো হয় তাহলে ছাগল বেশি পানি পান করবে এবং বেশি পরিমাণে দুধ দেবে। 

 

দুধ দেয় এমন ছাগলের খাদ্য ভিডিওতে আরও দেখানো হয় যে, কীভাবে ছাগলের খাবারে ঘনখাদ্য (কনসেনট্রেটেড ফিড) ও লবণ মেশাতে হয়। ছাগলের পেট ফোলা রোগ ও ডায়েরিয়া-সহ অন্যান্য রোগের কষ্ট কমানোর কয়েকটি রেসিপিও ভিডিওটিতে দেখানো হয়।   

 

লোকেদের ছাগল পালনে উৎসাহিত করে এমন কোনো প্রকল্প যদি আপনার হাতে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই দেখতে হবে। 

 

 

এক্সেস এগ্রিকালচার থেকে সম্পর্কিত ভিডিও

দুধ দেয় এমন ছাগলের খাদ্য

ভেড়া ও ছাগল মোটাতাজাকরণ

মাচা পদ্ধতিতে ভেড়া ও ছাগল পালন

ভেষজ ওষুধের সাহায্যে ছাগল ও ভেড়ার ক্রিমি রোগ সারানো

 

© Copyright Agro-Insight

আপনি কিভাবে সাহায্য করতে পারেন.. আপনার উদার সাহায্য আমাদের ক্ষুদ্র কৃষকদের কৃষি পরামর্শের জন্য তাদের ভাষায় আরও ভালভাবে পৌঁছাতে সক্ষম করবে।.

Latest News

কর্নাটকে গ্রামীণ তরুণেরা ইকোলজিক্যাল কৃষিচর্চার প্রচারের জন্য স্মার্ট প্রযুক্তি সরঞ্জাম ধারণ করেছেন

সম্প্রতি ভারতের কর্নাটকে গ্রামীণ তরুণদের মাঝে যারা এন্টাপ্রেনরস ফর রুরাল অ্যাকসেস (ইআরএ-এস) নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে চারদিনব্যাপী একটি প্রশিক্ষণ

অ্যাকসেস এগ্রিকালচার তরুণ পরিবর্তনকারী উমর বশির গুরুত্বপূর্ণ স্লো ফুড অ্যাওয়ার্ড অর্জন করেছেন

“আমরা অবিশ্বাস্যভাবে গর্বিত যে, আমাদের উগান্ডার তরুণ পরিবর্তনকারী (চেঞ্জমেকার) উমর ওচেন বশির এ বছর ইতালির তুরিনে তেরা মাদ্রে সালনে দেল গুস্তোতে

অ্যাকসেস এগ্রিকালচার ‘গ্যানডিংগ্যান অ্যাওয়াডর্’ অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব দি ফিলিপাইস কমিউনটি ব্রডকাস্টার্স-এর অংশীদার হয়েছে

অ্যাকসেস এগ্রিকালচার ১৮তম গ্যানডিংগ্যান অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানটি স্পন্সর করে। ৪ মে ২০২৪ এটি অনুষ্ঠিত হয় লস বানোসে। লস বানোসে ইউনিভর্সিটি অব ফিলিপাইনস-এর কলেজ অব ডেভেলপমেন্ট কমিউনিকেশন-এর ফিলিপাইন কমিউনিটি ব্রডকাস্টার্স অনুষ্ঠানটির আয়োজন করে। এর থিম ছিল এগ্রিকালচার : স্টোরিজ অব চ্যালেঞ্জ অ্যান্ড হোপ

ভারতের মধ্য প্রদেশে গ্রামীণ তরুণদের মধ্যে ডিজিটাল কৃষিশিল্পোদ্যাগের সংস্কৃতি গড়ে তোলা

গ্রামীণ এলাকায় প্রাকৃতিক কৃষি সহজলোভ্য করার জন্য সদ্য শেষ হওয়া একটি স্মার্ট প্রজেক্টর প্রশিক্ষণ কর্মসূচির মধ্যদিয়ে ভারতের মধ্য প্রদেশের পাঁচটি নতুন

সাম্প্রতিক ভিডিও

আমাদের আর্থিক অংশীদারদের ধন্যবাদ