খালি ড্রাম দিয়ে চিনাবাদামের ফলন বাড়ানো
আপলোড করা হয়েছে 6 months ago Loading
10:07
চিনাবাদামের পরাগায়িত ফুলগুলো কুচকে যায় এবং সূঁচের মতো গঠন তৈরি করে, যা মাটির নিচের দিকে যেতে থাকে। এটিকে বলা হয় পেগ। যখন এই পেগগুলো সফলভাবে মাটিতে প্রবেশ করে তখন শুঁটি তৈরি হয়। ফসলের ওপর দিয়ে একটি ড্রাম গড়িয়ে দিলে শাখাগুওলো মাটিতে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়াটি শাখাগুলোর ওপরের অংশে থাকা পেগগুলোকে মাটিতে প্রবেশ করতে সক্ষম করে।
বর্তমান ভাষা
Bangla
প্রযোজনা
Atul Pagar, WOTR