দুধ দেওয়া গাভীর ক্যালসিয়ামের ঘাটতি
আপলোড করা হয়েছে 2 years ago Loading
15:29
Reference book
অধিক পরিমাণে দুধ দেওয়া গাভীর মধ্যে প্রায়শই ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। ক্যালসিয়ামের ঘাটতিতে ভোগা গাভী বেশি দুধ দিতে পারে না। তাদের শরীর ঠান্ডা থাকে, ক্লান্ত দেখায় এবং দাঁড়াতে পারে না। এমন গাভী দুধ কম দেয়। চিকিৎসা না করালে এরা মারা যায়। ক্যালসিয়ামের ঘাটতি রোধ করতে আপনার গাভীর শিং তুলে না ফেলে রেখে দিন। ঠান্ডার সময়ে গাভীকে কিছুটা সময় রোদে থাকতে দিন, যাতে তারা ভিটামিন ডি তৈরি করতে পারে এবং বেশি করে ক্যালসিয়াম নিতে পারে। গাভীকে ভুট্টা, শিমজাতীয় গাছ এবং ক্যালসিয়াম-সমৃদ্ধ গাছের পাতা খাওয়ান। তাদের পানীয় জলে অথবা খাবারের মধ্যে খনিজ মিশিয়ে দিন। দুধ দোহানোর পর প্রতিটি গাভীকে এক ঝুড়ি সবুজ ঘাস খেতে দিন। এই ভিডিওটিতে আরও অনেক ব্যবহারিক টিপস আছে, সেগুলো দেখে নিন।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Green Adjuvents