কাসাভার মোজাইক ভাইরাস
আপলোড করা হয়েছে 4 years ago Loading
11:39
Reference book
কাসাভার মোজাইক ভাইরাস রোগ একটি গুরুতর কাসাভা রোগ, কাসাভা গাছ এই রোগে আক্রান্ত হলে খুব কম ফসল উৎপন্ন হয়। এই রোগ হলে কাসাভা পাতায় হালকা সবুজ থেকে হলুদ বর্ণের দাগ দেখা দেয়। একধরনের সাদা মাছি ‘হোয়াইটফ্লাই’ গাছের পাতায় এই রোগ ছড়ায়। এই রোগ নিরাময় করা যায় না। তবে, এটি এড়িয়ে চলা যায়। কাসাভা মোজাইক ভাইরাসজনিত রোগ প্রতিরোধ করার জন্য যেগুলো রোগে আক্রান্ত হয়নি আমাদের অবশ্যই সেগুলোর ‘কাটিং’ করতে হবে। সর্বপোরি, আমাদের এমন জাতের চারা রোপণ করতে হবে যেগুলো রোগ প্রতিরোধ করতে সক্ষম।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Songhaï Centre