এডওয়ার্ড সিবিনে একজন তরুণ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন পেশাদার ও গবেষক। সামাজবিজ্ঞান গবেষণায় তার তিন বছরের অভিজ্ঞতা রয়েছে। যুব-নেতৃত্বে তরুণদের অর্থপূর্ণভাবে জড়িত করার ব্যাপারে উৎসাহিত করার ক্ষেত্রে তার পাঁচ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। এডওয়ার্ড জাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ (ব্যবস্থাপনা ও মানব উন্নয়ন প্রধান বিষয়)-সহ জনসংখ্যাতত্ত্ব (গবেষণা, পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রধান বিষয়) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিশ^বিদ্যালয় থেকে পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এমএসসি করছেন। এডওয়ার্ডের তথ্য প্রযুক্তি, ব্যবসায়িক গণিত, যোগাযোগ দক্ষতা, ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, কমিউনিটি অরগানাইজেশন ফর অ্যাকশন, মাবন সম্পদ ব্যবস্থাপনা কৌশল এবং জলবায়ু প্রশমন বিষয়ে সনদ রয়েছে। এডওয়ার্ড ২০১৩ সাল থেকে কৃষিব্যবসা, গ্রামীণ জীবিকা ও দ্রারিদ্র্য হ্রাসের মতো উন্নয়নমূলক বিষয়ে জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার কর্মশালা আয়োজনে সক্রিয়ভাবে কাজ করছেন। এডওয়ার্ড কমিউনিটি মোবিলাইজেশন, অ্যাডভোকেসি এবং অরগানাইজিং গ্রুপ ডিসকাশন এবং যোগাযোগের ক্ষেত্রে বেশ অভিজ্ঞ। বর্তমানে তিনি চেডিক অ্যাসোসিয়েটসে কর্মসূচি / অপারেশন সহযোগী হিসেবে কাজ করছেন।
Person Type
মাছ চাষ
Location
জাম্বিয়া
Photo