<<90000000>> দর্শক
<<320>> উদ্যোক্তা 18টি দেশে
<<5432>> টি কৃষিবাস্তুবিদ্যা ভিডিও
<<110>> ভাষা উপলব্ধ


ফ্রাঁসোয়া স্টেপম্যান বহু বছর ধরে আফ্রিকায় বসবাস করছেন। তাঁর সাউদার্ন রিচার্স ইন্সটিইটউটে উন্নয়ন সহযোগিতা, কর্মপন্থা উপদেশনা গবেষণা এবং সক্ষমতা বৃদ্ধি বিষয়ে ৩০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। সেখানে তিনি মৌরিতানিয়ায় ইউনাইটেড নেশান প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট (ইউএনডিপি) ; কেনিয়ায় মেডিসিনস সানস ফ্রন্টিয়েরেস, ঘানায় ফোরাম ফর এগ্রিকালচার রিচার্স ইন আফ্রিকা (এফএআরএ) এবং মিশরে আইসিএআরডিএ-তে কাজ করেন। তিনি ২০১০ সাল থেকে ইউরোপীয় কমিশনের অর্থায়নে পরিচালিত অনলাইন কৃষি প্লাটফর্ম পিএইপিএআরডি (প্লাটফর্ম ফর আফ্রিকান ইউরোপিয়ান পার্টনারশিপ ইন এগ্রিকালচার রিচার্স ফর ডেভেলপমেন্ট)-এর সহ-প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সক্ষমতা কাজে লাগিয়ে তিনি আফ্রিকার কৃষি বিষয়ে প্রচুর ব্লগ লিখছেন এবং ১১৩০০ সদস্যের একটি অনলাইন জনগোষ্ঠী-কে পরিচালনা করছেন। 

Person Type
Ambassador
Photo
Francois

আমাদের আর্থিক অংশীদারদের ধন্যবাদ