আপনার ক্ষেতের পোকামাকড় তাড়াবে ভেষজ প্রতিরোধক
আপলোড করা হয়েছে 2 years ago Loading

14:38
কিছু গাছপালা আছে, যেগুলো প্রাকৃতিকভাবেই পোকামাকড় তাড়িয়ে দেয়। পোকামাকড় প্রতিরোধ করতে আপনার ফসলের ক্ষেতে সেগুলো বেশি বেশি জন্মাতে দিন। আপনার এলাকায় বেড়ে ওঠা বনজ গাছপালা সম্পর্কে জেনে নিয়ে আপনি নিজেই বিনা খরচে আপনার নিজের ফসলের ক্ষেতের জন্য পোকামাকড় প্রতিরোধক তৈরি করতে পারেন। দুধের মতো সাদা রস বের হয় এমন বনজ গাছের পাতা, তেতো স্বাদযুক্ত পাতা ও সুগন্ধযুক্ত পাতা থেকে প্রতিরোধকারী যৌগপদার্থগুলো বের করে আনতে গোমূত্র ব্যবহার করুন। দুই রকমের ভেষজ প্রতিরোধক তৈরি করে রাখা ভালো। আদা রসুন ও মরিচের মিশ্রণ দিয়ে দ্বিতীয় ধরনের পোকামাকড় তাড়ানোর প্রতিরোধক বানিয়ে রাখুন।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Green Adjuvants