হেরি একজন উদ্ভাবনী তরুণ নেতা। তিনি ইনস্টিটিউ দ’আন্সেনিয়েমাঁ সুপেরিয়র দে মেনাবে (IESM) থেকে কৃষি বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন এবং পড়াশোনার পর কৃষি ও সামাজিক উন্নয়ন খাতে কয়েক বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি মেনাবে অঞ্চলের সিভিল সোসাইটি প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের জন্য আয়োজিত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। হেরি WWF Madagascar, GREEN MADA DEVELOPMENT এবং SAF/FJKM-এর মতো বিভিন্ন এনজিওতে পল্লী উন্নয়ন নিয়ে কাজ করেছেন। তরুণ এবং কৃষকদের সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি প্রবলভাবে আগ্রহী, এবং মরোন্দাভা জেলায় কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রাখেন।
তিনি আশা করেন, Access Agriculture প্রদত্ত ডিজিসফট স্মার্ট প্রজেক্টরের মাধ্যমে কৃষকদের মাঝে অ্যাগ্রো-ইকোলজির কারিগরি জ্ঞান ছড়িয়ে দিতে পারবেন।
