উর্বর মাটির জন্য উন্নত চারণভূমি
আপলোড করা হয়েছে 2 years ago Loading

16:05
মাটির উর্বরতা ও পশুখাদ্যের মান উন্নত করতে শিম ও ঘাস একত্রে চাষ করুন। সামনের মৌসুমে আপনি যে আলু রোপণ করবেন, এটি তার ফলনও বাড়াবে। সেচ দিতে না পারলে বর্ষার শুরুতে চারাগুলো রোপণ করুন। মিশ্র চাষে এমন গাছগুলো নির্বাচন করুন যেগুলো শুধুমাত্র একবারই কাটা যায় এবং সাথে চারণভূমির অন্যান্য গাছ লাগান যেগুলো বছরে কয়েক বার কাটা যায়। প্রতিবার কাটার পরে কম্পোস্ট সার বা ছাই প্রয়োগ করুন।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Agro-Insight