বাণিজ্যে ডিপ্লোমাসহ কলেজ থেকে স্নাতক করে ডিজিমওয়ে কমিউনিটি রেডিও স্টেশনে যোগ দেন। কৃষি বিষয়ে রেডিও অনুষ্ঠান বানাতেন তিনি। এখানে কাজ করতে গিয়ে তিনি রেডিও অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের সহায়তা করার প্রচণ্ড তাগিদ অনুভব করেন। ফার্ম রেডিও ইন্টারন্যাশনালের দেওয়া প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের জন্য অনুষ্ঠান করে সনদ পেয়েছেন ইনোসেন্ট। কৃষিপণ্যের দাম বাড়ানো ও আরো ভালো বাজারের খোঁজে জৈব-কৃষির প্রচারের লক্ষ্যে তিনি ‘জৈব কৃষি সম্পদ ও জ্ঞান কেন্দ্র’ করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য আরো তিন সহকর্মীর সঙ্গে কাজ করছেন ইনোসেন্ট। তারা হলেন : ডিজায়ার নিয়োন্দো (পশু স্বাস্থ্যে ডিপ্লোমা), কেনেথ নাজোমবে ও ফ্রেড সাউলোসি। কেনেথ ও ফ্রেড দু’জনেই কৃষিবিদ্যা ও প্রাকৃতিক সম্পদ বিষয়ে ডিপ্লোমা করেছেন। লিলংওয়ে ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস (লুনার) থেকে স্নাতক করা এই তরুণেরা কৃষি উন্নয়নে কাজ করতে একটি শক্তিশালী ও আন্তরিক দল করেছে। কৃষি সম্প্রসারণ পরামর্শ সেবা দিয়ে থাকেন তারা। এখন আরও ভালো পদ্ধতিতে কীকরে জৈব-কৃষিচর্চা করা যায় সে-বিষয়ে কৃষকদের ভিডিও দেখানোর পরিকল্পনা করছে দলটি।
