উদ্যানচর্চা বিষয়ক কৃষি-ব্যবসায়ের প্রতিষ্ঠান ‘গ্রেট গ্রিন গার্ডেন্স’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি রুয়ান্ডা বিশ^বিদ্যালয়ের আইএনইএস ক্যাম্পাস থেকে গ্রামীণ উন্নয়ন অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণি পেয়ে অনার্স ডিগ্রি অর্জন করেন। কমিউনিটি উন্নয়নমূলক কর্মসূচিগুলোর রাজ্যে তাঁর ব্যাপক অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে, যার সাহায্যে তিনি কৃষকদের কৃষিকাজকে বিদ্যমান অবস্থা থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে পারেন। জেনিট ১০ বছরেরও বেশি সময় ধরে রুয়ান্ডায় মিলিনিয়াম ভিলেজ কমিউনিটি ডেভেলেপমেন্ট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর আগে তিনি আন্তর্জাতিক রেসকিউ কমিটির সাথে স্বনির্ভরতা কর্মসূচিতে কর্মসূচি ব্যবস্থাপক হিসেবে ছয় বছর কাজ করেছেন। তিনি বিশটিরও বেশি ক্ষুদ্র ব্যবসায়ের সমবায় সমিতি প্রতিষ্ঠায় সাহায়তা করেছেন এবং পূর্ব-রুয়ান্ডার বুগেসেরা জেলায় দুটি সুশীল সমাজ [সিভিল সোসাইটি] গঠনে অবদান রেখেছেন।
