কাজের সুযোগ

অ্যাকসেস এগ্রিকালচার স্বেচ্ছাসেবী অ্যাম্বাসেডর নিয়োগ : ভারত, বাংলাদেশ ও শৃলঙ্কা

অ্যাকসেস এগ্রিকালচার একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা। প্রতিষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষির প্রসারের জন্য কাজ করে। সংস্থাটি স্থানীয় ভাষায় ভিডিও প্রচারের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই কৃষি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও বাজার উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ-দক্ষিণ জ্ঞান বিনিময় করে।

অ্যাকসেস এগ্রিকালচার স্বেচ্ছাসেবী অ্যাম্বাসেডর পদে নিয়োগ দেওয়ার জন্য ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে উৎসাহী নারী ও তরুণ নেতাদের আহ্বান করছে। অ্যাকসেস এগ্রিকালচার অ্যাম্বাসেডরেরা হলো একটি দল, যারা কৃষিবিদ্যা (এগ্রোইকোলজি) ও জৈবচাষাবাদের দিকে রূপান্তর প্রক্রিয়া প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দক্ষিণ ভূখ-জুড়ে কৃষিকাজ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও গ্রামীণ শিল্পোদ্যগ বিষয়ক ব্যবহারিক জ্ঞান বিনিময় করার জন্য মানসম্পন্ন প্রশিক্ষণ ভিডিওগুলো বিতরণে সহায়তা করে।  

অ্যাকসেস এগ্রিকালচার অ্যাম্বাসেডরেরা নানারকম সুবিধা ও প্রশিক্ষণ থেকে উপকৃত হন, দূরদৃষ্টি বাড়ে এবং তাদের ক্ষমতা মজবুত করতে ও অনুপ্রাণিত করতে পুরস্কৃত করা হয়।

১০ সেপ্টেম্বর ২০২২-এর মধ্যে আবেদন করুন। আগ্রহী হলে এই ঠিকানায় লিখুন :  nafissath@accessagricuture.org.


অ্যাকসেস এগ্রিকালচার স্বেচ্ছাসেবী অ্যাম্বাসেডর নিয়োগ : জাম্বিয়া

অ্যাকসেস এগ্রিকালচার একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা। প্রতিষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষির প্রসারের জন্য কাজ করে। সংস্থাটি স্থানীয় ভাষায় ভিডিও প্রচারের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই কৃষি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও বাজার উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ-দক্ষিণ জ্ঞান বিনিময় করে।

অ্যাকসেস এগ্রিকালচার স্বেচ্ছাসেবী অ্যাম্বাসেডর পদে নিয়োগ দেওয়ার জন্য জাম্বিয়া থেকে উৎসাহী নারী ও তরুণ নেতাদের আহ্বান করছে। অ্যাকসেস এগ্রিকালচার অ্যাম্বাসেডরেরা হলো একটি দল, যারা কৃষিবিদ্যা (এগ্রোইকোলজি) ও জৈবচাষাবাদের দিকে রূপান্তর প্রক্রিয়া প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দক্ষিণ ভূখ-জুড়ে কৃষিকাজ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও গ্রামীণ শিল্পোদ্যগ বিষয়ক ব্যবহারিক জ্ঞান বিনিময় করার জন্য মানসম্পন্ন প্রশিক্ষণ ভিডিওগুলো বিতরণে সহায়তা করে।  

অ্যাকসেস এগ্রিকালচার অ্যাম্বাসেডরেরা নানারকম সুবিধা ও প্রশিক্ষণ থেকে উপকৃত হন, দূরদৃষ্টি বাড়ে এবং তাদের ক্ষমতা মজবুত করতে ও অনুপ্রাণিত করতে পুরস্কৃত করা হয়।

১০ সেপ্টেম্বর ২০২২-এর মধ্যে আবেদন করুন। আগ্রহী হলে এই ঠিকানায় লিখুন :  nafissath@accessagricuture.org.


অ্যাকসেস এগ্রিকালচারের স্বেচ্ছাসেবী অ্যাম্বাসেডর

অ্যাকসেস এগ্রিকালচার নিজেদের বর্তমান নেটওয়ার্কটিকে বাড়ানোর লক্ষ্যে আফ্রিকা, এশিয়া এবং লাতিন অ্যামেরিকা থেকে আগ্রহী নারী এবং তরুণ নেতাদের খুঁজছে স্বেচ্ছাসেবী অ্যাম্বাসেডর হওয়ার জন্য । অ্যাকসেস এগ্রিকালচার অ্যাম্বাসেডরগণ তাদের নিজেদের দেশে এগ্রোইকোলজি ও জৈব চাষাবাদ এবং মানসম্পন্ন কৃষক প্রশিক্ষণ ভিডিও বিতরণের কাজে সহায়তা করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

যোগ্যতা:

  • চমৎকার যোগাযোগ দক্ষতা, বিশেষত সোশ্যাল মিডিয়াতে
  • বন্ধুসুলভ, বহির্মুখী এবং উপস্থাপনযোগ্য ব্যক্তিত্ব

আপনি যদি অ্যাকসেস অ্যাগ্রিকালচারের অ্যাম্বাসেডর হিসেবে আচরণ বিধিতে স্বাক্ষর করেন তা হলে আপনি অ্যাকসেস অ্যাগ্রিকালচারের প্রচারণার ভিডিও, করপোরেট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং লিফলেট পাবেন। আপনি আপনার ই-মেইল স্বাক্ষরে ‘অ্যাকসেস অ্যাগ্রিকালচার অ্যাম্বাসেডর বিশেষণটি যোগ করতে পারবেন।

নারীদের বিশেষভাবে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।

আপনি যদি অ্যকসেস অ্যাগ্রিকালচার অ্যাম্বাসেডর হতে আগ্রহী হন তা হলে যোগাযোগ করুন : nafissath@accessagriculture.org

ডিজাইনার এবং নির্মাতা Adaptive - The Drupal Specialists