কেন অ্যাকসেস এগ্রিকালচার ?
পুরো পৃথিবীর খাদ্য জোগাতে দক্ষিণ গোলার্ধের লক্ষ লক্ষ ক্ষুদ্র কৃষক গুরুত্বপূর্ণ অবদান রাখে। অথচ তাদের অনেকেই নিজ ভাষায় কৃষি পরামর্শ পায় না। আপনার দেওয়া অনুদান আমাদের এসব কৃষকের জন্য স্থায়িত্বশীল কৃষি-উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও তা বিপণনের সুযোগ সৃষ্টি করতে সহায়তা করবে। সকল ধরনের বাধা ডিঙিয়ে, তা সে অবস্থানগত হোক বা ভাষাগত, অথবা সমুদ্রের ওপারে বসবাস করার জন্যই হোক, আমরা পৃথিবীজুড়ে সকল কৃষককে তাদের আঞ্চলিক জ্ঞানের সাথে বিজ্ঞানের মিশ্রণ ঘটিয়ে কৃষিপরামর্শ দিয়ে থাকি।
কোভিড-১৯ কমিউনিটি সহায়তা
আমাদের চলতি প্রচারণার জন্য তহবিল সংগ্রহ করতে সহযোগিতা করুন, আমাদের ছয় জন পরিবর্তনসৃষ্টিকারী বা সংস্কারক স্থানীয় ভাষায় কৃষি-তথ্য শেয়ার করার জন্য গ্রামীণ জনপদে ভ্রমণ করছেন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে, সম্প্রতি অনেক তরুণ তাদের শহরের চাকরি অথবা পড়াশোনা ছেড়ে নিজ গ্রামে ফিরে গেছেন। এই তরুণ উদ্যোক্তাদের সম্পর্কে আরো জানুন এবং করোনা ভাইরাসের বিস্তার এড়াতে গ্রামীণ জনপদে পিপিই [ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী] নিয়ে আসতে তাদের সহযোগিতা করুন।
চার রকমভাবে আপনি আমাদের কাজে সহায়তা করতে পারেন
আপনার যেকোনো জিজ্ঞাসার উত্তর পেতে এই ঠিকানায় যোগাযোগ করুন: info@accessagriculture.org