সম্প্রতি মালাউইয়ের লিলংওয়ে-তে জাতীয় কৃষি সম্প্রসারণ ও পরামর্শ সেবার নতুন কৌশল উদ্বোধনী অনুষ্ঠানে ‘হাতের নাগালে কৃষি সম্প্রসারণ ও পরামর্শ সেবা : কৃষি উৎপাদনশীলতা ও পুষ্টির মূল চাবিকাঠি’ শীর্ষক প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য অ্যাকসেস এগ্রিকালচার (www.accessagriculture.org/bgl) আমন্ত্রণ পেয়েছিল।
২০২০ সালের ৮ই ডিসেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন কৃষি, সেচ ও পানি উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব লোবিন সি. লোই, এবং কৃষির সাথে জড়িত বেশ কয়েকটি খাতের স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। একই...
More