খুশবু সিং ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার সিহারান গ্রামের অধিবাসী। তিনি ¯œাতক ডিগ্রি অর্জন করেন এবং একজন মাস্টার সমাজকর্মী হিসেবে তাঁর যোগ্যতা অর্জন প্রায় সম্পূর্ণ হয়েছে। ২০২১ সাল থেকে তিনি পিএসআই নামের একটি এনজিওতে মাস্টার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। ২০১৪-২০১৫ সালে খুশবু প্রাকৃতিক চাষাবাদের প্রশিক্ষণ নেন, সেখানে সবজি চাষের ভিডিও দেখার পর তিনি নিজের খামারে এর চর্চা করতে অনুপ্রাণিত হন। ফলে তিনি তাঁর নিট আয় বাড়াতে সক্ষম হন। নিজের খামারের পাশাপাশি খুশবু আশেপাশের ১৫টি গ্রামের কৃষকদের প্রাকৃতিক চাষের কৌশল অবলম্বন করতে সহায়তা করেন। খুশবু গ্রামীণ নারীদের বৈঠক এবং এফপিসি (ফারমার প্রডিউসার কোম্পানি) বৈঠকে প্রাকৃতিক চাষাবাদের প্রচারের জন্য স্মার্ট প্রজেক্টর ব্যবহারের পরিকল্পনা করেছেন।
Person Type
YECF Winners
Location
ভারত
Photo
Title
(দলনেতা)