‘রিভোল্যুয়েশন উইল বি প্লান্টেড’ ‘ক্ষেতি’ নামক সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা কুমার নীরজ। তাঁর নিজের গ্রাম দুরদিহ অঞ্চলে অলাভজনক কৃষি-পদ্ধতিকে এক-ফসলী চাষ থেকে ইকোলজিক্যাল এগ্রোফরেস্ট্রি-তে রূপান্তরিত করার ধারণা নিয়ে ২০১৭ সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন, সংস্থাটি বৈচিত্র্যময় ফসলের চাষাবাদ-কে উৎসাহিত করে। শৈশবকাল থেকেই তিনি গ্রামীণ জীবনের প্রতি অনুরাগী ছিলেন, যা তাকে প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি নিয়ে গেছে এবং এর মধ্যদিয়ে তাঁর মনে হয়েছে যে, এটি অনেক বেশি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক হতে পারে। তিনি বুঝতে পেরেছিলেন যে, তার গ্রামটি এখন আর কোনোভাবেই স্বাবলম্বী নয়। লোকেরা শহরে পাড়ি জমাচ্ছে এবং সকল ধরনের মৌলিক সম্পদ থাকার পরও নতুন প্রজন্ম আর কৃষিতে আগ্রহী হচ্ছে না। তাই তাঁর লেখাপড়া শেষ হওয়ার পর, তিনি তাঁর নিজের গ্রামে ‘ক্ষেতি’ প্রতিষ্ঠা করেছিলেন যা প্রধানত কৃষিক্ষেত্রকে গুরুত্ব দিয়ে কমিউনিটি উন্নয়নমূলক প্রকল্পগুলো পরিচালনা করে থকে।
Person Type
মাছ চাষ
Location
ভারত
Photo