বেনিন প্রজাতন্ত্রের একজন কৃষিবিদ। তাঁর বয়স ২৫ বছর। তিনি কৃষি-খাদ্য প্রক্রিয়া বায়ো-এঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কৃষি সম্প্রসারণ এজেন্ট হিসেবে তাঁর তিন বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ‘এগ্রো ফিনিক্স এন্টারপ্রাইজ’র স্বত্ব¡াধিকারী এবং তাঁর জেলার (কোভ) কৃষক সমবায়ের সাধারণ সম্পাদক। মাহতোনডিজি ‘পুুমে ভারটে ডি লুনা’ নামের একটি সাময়িকীর অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি এমন একজন কৃষি-উদ্যোক্তা হতে চান, যিনি প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তাঁর কমিউনিটির উন্নয়নে অবদান রেখে অন্যদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকতে পারেন।
Person Type
মাছ চাষ
Location
প্রক্রিয়াকরণ
Photo