ভার্মি কম্পোস্টের বীজতলা তৈরি
আপলোড করা হয়েছে 5 years ago Loading

16:17
সারের খালি ব্যাগ দিয়ে আপনি একটি আধার বা কনটেইনার তৈরি করতে পারেন। আধারটির মধ্যে পচনশীল পদার্থগুলো স্তরে স্তরে সাজিয়ে রাখুন এবং তাতে পানি দিন। একসপ্তাহ পরে ওর ভেতরে কেঁচো ছেড়ে দিন। চটের ব্যাগ দিয়ে আধারটির ওপরের অংশ ঢেকে দিন এবং এতে নিয়মিত পানি দিন। এটা নিশ্চিত হন যে, কম্পোস্টের আধারটি ছায়ার মধ্যে রয়েছে এবং তাতে সরাসরি রোদ পড়ছে না।
বর্তমান ভাষা
Bangla
প্রযোজনা
WOTR