২৮ বছর বয়সী মামাদউ সউ এগ্রোফরেস্ট্রি-তে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি স্নাতকোত্তর গবেষণায় নিয়োজিত ; এর পাশাপাশি তিনি অর-ডিউরেবল নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংস্থার সাত জনের একটি দল রয়েছে, যাদের লক্ষ্য কেবল কম্পোস্ট উৎপাদন করে তা কৃষকদের কাছে বিক্রি করাই নয়, বরং কৃষকদের সক্ষমতাও বাড়ানো। মামাদউ-এর সংস্থা জৈবসার ব্যবহার করে জৈবকৃষির প্রচারণা পরিচালনা করে থাকে। তাঁর স্বপ্ন হলো তাঁর সংস্থাকে সেনেগালের কম্পোস্ট উৎপাদনে অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
Person Type
মাছ চাষ
Location
অন্যান্য
Photo