মুরগির খামারে ফাউল পক্স নিয়ন্ত্রণ
আপলোড করা হয়েছে 1 month ago Loading
13:41
ফাউল পক্স মুরগির চোখ ও মাথা আক্রান্ত করে, জ¦র হয় এবং ফোস্কা হয়। মুরগির ছানার চোখের পাশে ফোস্কা হলে তারা খাবার দেখতে পায় না এবং খেতেও পারে না। ফলে খেতে না পেয়ে ছানাগুলো প্রায়শই মারা যায়। মুরগি তাদের পায়ের নখ দিয়ে ফোস্কাগুলো আঁচড়ে দেয়, এতে ক্ষত আরও বড়ো হয় এবং রোগের প্রকোপও বেড়ে যায়। একসাথে অনেক মুরগি না রাখলে, মুরগির খামার (শেড) পরিষ্কার রাখলে এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে আপনার মুরগি সুস্থ খাকবে এবং বেশি বেশি ডিম পাড়বে।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Atul Pagar, ANTHRA