মনীষা লোদি মধ্য প্রদেশের সাগর জেলার অধিবাসী। তিনি একজন মাস্টার প্রশিক্ষক এবং ‘কৃষি সখী’ (প্রাকৃতিক চাষে প্যারা সম্প্রসারণ পেশাদার) হিসেবে কাজ করেন। তিনি তাঁর সহকর্মী কৃষকদের প্রাকৃতিক চাষাবাদে জড়িত ও উৎসাহিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি টেকসই চাষাবাদ চর্চাগুলোর প্রচার করতে এবং তাঁর গ্রামের নারীদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং তাঁর জনগোষ্ঠীর আরও বেশি ক্ষমতায়নের লক্ষ্যে স্মার্ট প্রজেক্টর ব্যবহার করার পরিকল্পনা করেছেন।
Person Type
YECF Winners
Location
ভারত
Photo

Title
(দলনেতা)