মারিয়ানা জারিফ, ওয়াফা রিজক, সাবরি লাহজি ও থানা ফাওয়াজÑ এরা সবাই ‘ডাউইর’ নামে একটি এনজিওতে একত্রে স্থানীয় কৃষক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে। তাদের লক্ষ্য হলো ক্ষুদ্র কৃষকদের আয় বাড়ানোর মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা, কৃষিসামগ্রীর রপ্তানি উৎসাহিত করা এবং কৃষিকাজে নারীর ভূমিকা বাড়ানো। এই এনজিওটি সরকারের সেচ মন্ত্রণালয়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ারসহ অনেক সংস্থার সহযোগিতা নিয়ে কাজ করছে।
Person Type
মাছ চাষ
Location
Egypt
Photo
