২২ বছর বয়সী ম্যারি অ্যাঞ্জেলিক ফেই কৃষক পরিবারের সন্তান। ছেলেবেলায় তিনি তাঁর দাদির সাথে খামারে কাজ করতেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি নিজের পোল্ট্রি খামার শুরু করেন। পারিবারিক এমন পরিবেশ তাঁকে কৃষিকাজের প্রতি আরও আগ্রহী করে তোলো। বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি কৃষি নিয়ে পড়াশোনা করার জন্য ফ্রান্সের অ্যাক্স মারসেইল ইউনিভর্সিটি ইন্সটিটিউট অব টেকনোলজি-তে ভর্তি হন। ২০১৯ সালে তিনি মন্টপিলিয়ার সাপএগ্রো-তে কৃষি প্রকৌশল ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা শুরু করেন যা ২০২২ সালে শেষ হবে এবং এখানে তাঁর অধ্যয়নের প্রধান বিষয় হলো ‘এগ্রিফুড’। ছেলেবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার কারণে ইন্সটিটিউট অব টেকনোলজি-তে পড়াকালীনই অ্যাঞ্জেলিক ‘আফ্রিকাগ্রিকালচার’ নামে একটি উদ্যোগ শুরু করেন। সেনেগালভিত্তিক এই সংস্থাটির লক্ষ্য হলো কৃষক ও এগ্রিফুড বিষয়ে কৃষিউদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো। তিনি সেনেগালে তাঁর সহকর্মী অক্টেভ ইমানুয়্যাল ফেই-এর সাথে সহ-পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন এবং তাঁরা দু’জনে একত্রে প্রশিক্ষণের কাজে স্মার্ট প্রজেক্টরের উত্তম ব্যবহার করবেন। তাঁর স্বপ্ন হলো সেনেগালে এমন একটি নামিদামি প্রতিষ্ঠান গড়ে তোলা যে প্রতিষ্ঠানটি প্রযুক্তিগতভাবে (সক্ষমতা বৃদ্ধি) ও আর্থিকভাবে সহায়তা প্রদান করে লাখ লাখ মানুষকে (প্রধানত নারী ও তরুণদের) দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারবে।
Person Type
মাছ চাষ
Location
অন্যান্য
Photo