মাউরিন কেনিয়ার কিটালের ম্যানোর হাউজ এগ্রিকালচার সেন্টার (এমএইচএসি) থেকে বায়ো-ইনসেন্টিভ কৃষিতে ডিপ্লোমা অর্জন করেন। বর্তমানে তিনি কেনিয়ায় স্কুল ও কলেজগুলোতে পারমাকালচার (এসসিওপিই) মাঠ-প্রশিক্ষক হিসেবে কাজ করছেন, যা তরুণদের এগ্রোইকোলজি ও পারমাকালচার চর্চার মাধ্যমে স্কুলের পতিত জমিগুলো খাদ্য বাগানে রূপান্তর করতে সক্ষম করে তুলছে। তিনি শিশুদের বিশেষত যাদের বিশেষ প্রয়োজন তাদের জীবন-যাপনে দক্ষ করে তোলেন। মাউরিন জৈবকৃষি অন্তঃপ্রাণ এবং সবসময় তাঁর জনগোষ্ঠীর পরিবর্তনের অ্যাজেন্ট হওয়ার লক্ষ্যে অবিচল। তিনি কেনিয়ায় বায়ো-ইনসেন্টিভ এগ্রিকালচার সেন্টারে মাঠকর্মী ও বীজ ব্যাঙ্ক ব্যবস্থাপক হিসেবেও কাজ করছেন। মাউরিন মনে করেন, আগে তিনি শুধু কাগজ ব্যবহার করে শিশুদের যা শিখিয়েছেন তা তাদের দৃশ্যচিত্রে দেখানোর জন্য স্মার্ট প্রজেক্টর উত্তম উপায় হতে পারে। তিনি তাঁর আশেপাশের জনগোষ্ঠীর তরুণ কৃষক ও নারীদের স্মার্ট প্রজেক্টরে থাকা কৃষক থেকে কৃষক ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাবেন বলেও ঠিক করেছেন।
Person Type
মাছ চাষ
Location
খাবারযোগ্য ছত্রাক
Photo