মাইকেল ওনিয়াঙ্গো এগারটন বিশ^বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ কৃষি অর্থনীততে স্নাতক। স্নাতক ডিগ্রি নেওয়ার পর বর্তমানে তিনি তার ইন্টার্নশিপ কর্মসূচির অংশ হিসেবে কেনিয়া সরকারের অধীনে মিগোরি কাউন্টিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মাইকেলেরে নিজস্ব মৌমাছি খামারও রয়েছে।
Person Type
অন্যান্য ফল
Location
খাবারযোগ্য ছত্রাক
Photo