মাইকেল আতেফ ‘উইমেন অ্যান্ড কোমিউনিটি ফর ডেভেলপমেন্ট’ নামের এনজিও-র একজন প্রতিষ্ঠাতা। এই এনজিওটির লক্ষ্য হলো ব্যক্তি ও জনগোষ্ঠীপর্যায়ে জীবিকা বাড়াতে মানবিক ও উন্নয়ন সেবা প্রদান করা। তাদের টেকসই উন্নয়ন লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা সমমনা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে অংশীদারি নিশ্চিত করে। তারা এআইপি (এগ্রিকালচার ইনোভেশন প্রজেক্ট) এবং অন্যান্য প্রকল্পগুলোর সহযোগিতায় কাজ করছে যা কৃষি- পরিবারের জীবিকার দিকে খেয়াল রাখে।
Person Type
মাছ চাষ
Location
Egypt
Photo