মিজু জৈব-খামার : ২০১৮ সালে এই খামারটি গড়ে তোলেন তিনজন তরুণ। কৃষিকাজে কৃত্রিম রাসায়নিক ইনপুটের ব্যবহার এবং প্রচলিত কৃষি-কৌশল নিয়ে ভাবনা ও উদ্বেগ থেকেই তাদের এ উদ্যোগ। এই তিনজন হলেন মন্টফোর্ট কুওয়াতানি (ছবির ব্যক্তি ; উৎপাদন ও অপারেশন্স ব্যবস্থাপক), মাইক মুওয়াওয়া (বিক্রি ও বিপণন ব্যবস্থাপক) এবং কনশাস জাবেসি (খামার ব্যবস্থাপক)। তারা প্রাণিসম্পদ ও উদ্যান বিষয়ে নানা উদ্যোগে বিনিয়োগ করছেন। জৈব-কৃষির কঠোর নীতি মেনে স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য উৎপাদন করা তাদের লক্ষ্য। ভোক্তার জন্য স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনের বিষয়টি নিশ্চিত করতে চান তারা। মালাউই’র লিলংওয়ে থেকে ৪৯ কিলোমিটার পশ্চিমে নামিতেতে শহরে মিজু জৈব-খামারটি করা হয়েছে। খামারের উদ্যোক্তাদের লক্ষ্য, এর পরিসর বাড়িয়ে দেশি-বিদেশি জৈব খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশগত কৃষি পর্যটনের ক্ষেত্রে খামারটিকে প্রথম সারির কৃষিবাণিজ্য বাজারে পরিবেশক (মার্কেট সার্ভার) হিসেবে প্রতিষ্ঠিত করা। কৃষিবাণিজ্যে কৃষকের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে কৃষি বাণিজ্য স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনাও করছেন তারা। নামিতেতে শহরে টেকসই কৃষি পদ্ধতি ও কৌশলকে আরো উন্নত করতে তারা স্মার্ট প্রোজেক্টর ব্যবহার করবেন। মিজু খামারের উদ্যোক্তারা টেকসইভাবে উৎপাদিত জৈব-পণ্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রি ও প্রচারের ক্ষেত্রে বিপণন সমবায়ের (মার্কেটিং কো-অপারেটিভ) উন্নয়নে অন্য কৃষকদেরও সহযোগিতা করতে আগ্রহী।
Person Type
মাছ চাষ
Location
Malawi
Photo