মুসা বিরুঙ্গি নাসামিজি ট্রেনিং ইন্সটিটিউট অব সোশ্যাল ডেভেলপমেন্ট থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন, তাঁর প্রধান বিষয় হলো কমিউনিটি ডেভেলপমেন্ট। বর্তমানে তিনি জিরোবো কালাগালা ইয়ুথ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর পাশাপাশি আমাহোরো কমিউনিটি ডেভেলপমেন্টে ইনেশিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রমও পরিচালনা করছেন। মুসা ও তাঁর বন্ধু আব্দুল্লাহ সিরাজী কালাগালার একটি গ্রামে গিয়ে যুবকদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং তাদের উন্নয়নের লক্ষ্যে সিতুকা ইয়ুথ ডেভেলপমেন্ট প্রকল্প তৈরির কথা চিন্তা করেন। মুসা তাঁর চাকরিতে ইস্তফা দেন এবং তাঁর বন্ধুর সাথে যোগ দিয়ে জনগোষ্ঠীভিত্তিক সংস্থা [সিবিও] প্রতিষ্ঠা করেন। জনগোষ্ঠীর অন্যান্য স্টেকহোল্ডারগণও জিরোবো কালাগালা ইয়ুথ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এ যোগদান করেন। মুসা বিভিন্ন সংস্থা আয়োজিত উদ্যোক্তা প্রশিক্ষণে অংশ নেন। এগুলো তাঁকে সীমিত সম্পদ ব্যবহার করে সমবায় চালাতে এবং তাঁর পোলেট্রি খামার পরিচালনা করতে সহায়তা করেছে। তাঁর পরকল্পনা হলো, টেকসই কৃষির লক্ষ্যে যুবকদের জ্ঞানসহ অন্যান্য ক্ষমতা বাড়ানোর জন্য স্মার্ট প্রজেক্টর ব্যবহার করা।
