
২০ জানুয়ারী ২০২৩, বেঙ্গালুরু, ভারত — ‘মিলেটস অ্যান্ড অরগানিকস ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০২৩’ শিরোনামে ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ২০ থেকে ২২ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মেলায় অংশ নেওয়ার জন্য অ্যাকসেস এগ্রিকালচারকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। অ্যাকসেস এগ্রিকালচার কৃষিবিদ্যা, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং গ্রামীণ উদ্যোক্তা বিষয়ে দক্ষিণ গোলার্ধে মাল্টিমিডিয়া জ্ঞানের অনন্য এক সম্পদ।
ইন্টারন্যাশনাল কমপিটেন্স সেন্টার ফর অরগানিক এগ্রিকালচার (আইসিসিওএ)-এর নির্বাহী পরিচালক মনোজ কুমার মেনন বলেন, “আমরা এই মেগা ইভেন্টে অ্যাকসেস এগ্রিকালচারকে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থা হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। কেননা, এটি আমাদের ইভেন্ট ও মিলেটেসর উন্নয়ন-সহ সাধারণভাবে জৈব আন্দোলনে বিশেষ মূল্য যোগ করবে।
ভারত মিলেটসের গুরুত্বের স্বীকৃতির জন্য বিশে^র ওপর জোরালো চাপ সৃষ্টি করছে এবং জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ ২০২৩ সালকে ‘আন্তর্জাতিক মিলেটস বছর’ হিসেবে ঘোষণা করেছে। এমন পটভূমিতে আইসিসিওএ-কে জ্ঞান-অংশীদার হিসেবে বিবেচনায় নিয়ে ভারতের কর্নাটক সরকার এই ইভেন্টের আয়োজন করতে চলেছে।
আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান অ্যাকসেস এগ্রিকালচার গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ করে তুলছে। সংস্থাটি প্রশিক্ষণ ভিডিও এবং অডিও-র মাধ্যমে কৃষকদের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সহায়তা করছে, অ্যাকসেস এগ্রিকালচারের প্ল্যাটফর্মে ৪৬০টিরও বেশি কৃষক প্রশিক্ষণ ভিডিও ভারতীয় বিভিন্ন ভাষা-সহ ৯৫টিরও বেশি ভাষায় পাওয়া যায়।
অ্যাকসেস এগ্রিকালচারের ‘জ্ঞান-পণ্য’ দক্ষিণ-দক্ষিণ শিক্ষাকে কেন্দ্র করে ২০১২ সাল থেকে ১০০টিরও বেশি দেশে আনুমানিক নয় কোটি মানুষের কাছে পৌঁছেছে, যা গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নত জীবনযাত্রা ও টেকসই খাদ্য ব্যবস্থাপনার দিকে এগিয়ে নিয়ে চলেছে। এর প্রভাব ও মডেলের ওপর ভিত্তি করে অ্যাকসেস এগ্রিকালচার ২০২১ সালে সুইস সরকার এবং এফএও থেকে টেকসই খাদ্য ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক উদ্ভাবনী পুরস্কার এবং ২০২২ সালে সম্প্রদায়ের ওপর প্রভাব সৃষ্টিতে শ্রেষ্ঠত্বের জন্য ‘অ্যারেল গ্লোবাল ফুড’ ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে।
আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায় সারাপৃথিবী থেকে জৈবখাদ্য ও কৃষির সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহ ও নেটওয়ার্কগুলো মিলিত হচ্ছে এবং মেলায় তারা তাদের দক্ষতা, জ্ঞান ও ব্যসায়িক অনুশীলনগুলো বিনিময় করার সুযোগ পাচ্ছে।
অ্যাকসেস এগ্রিকালচারের নির্বাহী পরিচালক, জোসেফিন রজার্স আন্তর্জাতিক বাণিজ্য মেলার সম্মেলনে বক্তব্য উপস্থাপন করবেন। তিনি ‘উদ্যোক্তাদের মাধ্যমে জৈব ও পরিবেশগত চাষের স্ক্যালিং’ বিষয়ে আলোকপাত করবেন। এই উপস্থাপনায় তিনি অ্যাকসেস এগ্রিকালচারের অনন্য ‘ভিডিও-মধ্যস্থতা’য় শেখার পদ্ধতি এবং নারী ও তরুণ পরিবর্তনকারীদের ওপর দৃষ্টি নিবদ্ধ করে প্রান্তিক কৃষকের কাছে পৌঁছানোর মডেলটি সম্পর্কে বর্ণনা করবেন।
মেলায় ৩০০টিরও বেশি স্টল এবং একটি আন্তর্জাতিক প্যাভিলিয়ন-সহ একটি বিশ^মানের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে অ্যাকসেস এগ্রিকালচারকে তাদের জ্ঞান-পণ্য এবং পরিষেবা দর্শনার্থীদের কাছে প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কৃষক কর্মশালা এবং মিলেটস ও জৈব খাবার পরিবেশকারী ফুডকোর্ট মেলায় বিশেষ আকর্ষণ সৃষ্টি করবে।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা সম্পর্কে বলতে গিয়ে মিসেস রজার্স বলেন, “এই গুরুত্বপূর্ণ ইভেন্টে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমরা আইসিসিওএ-এর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কেননা, আমরা এমন উপায়গুলো খুঁজছি যার মাধ্যমে ভারতে আমাদের অংশীদার সংস্থাগুলো প্রাকৃতিক ও জৈবচাষে আমাদের অর্জিত জ্ঞানগুলো প্রয়োগ ও ব্যবহার করতে পারে এবং এর মধ্যদিয়ে স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য ব্যবস্থার দিকে দেশটির অগ্রযাত্রায় অবদান রাখতে পারে।”