বেনিন এর ইন্সটিটিউট অফ মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে ‘মিডিয়া টেকনিশিয়ান’ হিসেবে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করেন। তিনি বেনিন-এর সোংহাই সেন্টারে ভিডিও এডিটর হিসেবে তিন বছর কাজ করেন। অলিভার, পশ্চিম এবং মধ্য-আফ্রিকায় ভিডিওসমূহ আঞ্চলিক ভাষায় অনুবাদের কাজে সহায়তা ও সমন্বয় করে থাকেন, এবং অ্যাকসেস অ্যাগ্রিকালচারের পার্টনারদের ‘কৃষক থেকে কৃষক প্রশিক্ষণ ভিডিও’ নির্মাণে সহায়তা করেন। ভিডিওর মাধ্যমে ‘কৃষির ভালো চর্চা’সমূহের প্রচারের ব্যাপারে তিনি বিশেষভাবে আগ্রহী।
Person Type
অ্যাকুয়াকালচার
Photo
Title
রিজিওনাল ট্রান্সলেশন কো-অর্ডিনেটর(ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকা)