পেঁয়াজ নার্সারি
পেঁয়াজচারার জন্য ঝুরঝুরে ও উর্বর মাটি দরকার। মাটির সাথে পরিণত সার অথবা কম্পোস্ট সার মিশিয়ে নিন। বর্ষাকালে পেঁয়াজচারার জন্য বীজতলা প্রস্তুত করুন, যাতে পেঁয়াজের শেকড় পচে না যায়। ভালো মানের বীজ ব্যবহার করলে, বেশিরভাগ বীজ থেকেই চারা গজাবে, যা থেকে খুব অল্পই আপনার প্রয়োজন পড়বে। পেঁয়াজচারা বড়ো হওয়ার জন্য আশেপাশে জায়গা লাগে, ফলে ঘনভাবে বা গায়ে গায়ে লেগে থাকে এমনভাবে চারা পোপণ করবেন না। সারিবদ্ধভাবে বীজ বপণ করুন। একটা থেকে আরেকটার দূরত্ব হবে ৫ থেকে ১০ সেন্টিমিটার। মাটির উপরিভাগ থেকে ১ সেন্টিমিটার গভীরে বীজ বপণ করুন। বপণের পর বীজগুলো মিহি মাটি দিয়ে হাল্কাভাবে ঢেকে দিন।
বর্তমান ভাষা
বাংলা
ব্যবহারযোগ্য ভাষা
অন্য ভাষায় প্রয়োজন?
এই ভিডিওটি অন্য ভাষায় অনুবাদের জন্য অনুগ্রহ করে যোগাযোগ করুন kevin@accessagriculture.org
অনুবাদের স্থান
Bangladesh
আপলোড হয়েছে
5 years ago
সময়সীমা
12:37
প্রযোজনা
Agro-Insight