উইনো মাইকেল ওমনডি কেনিয়ার কিবাবি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একজন স্বেচ্ছাসেবী কৃষি-ব্যবসা-শিক্ষক হিসেবে কাজ করছেন। এর আগে তিনি লেক বেসিন ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে কমিউনিটি উন্নয়ন প্রকল্পে শিক্ষানবিশ গবেষক ছিলেন। মাইকেল কৃষি ব্যবসা বিষয়ে গবেষণাপত্র, প্রকল্প প্রস্তাবনা ও প্রকল্প প্রতিবেদন লেখেন। একজন অ্যাম্বাসেডর হিসেবে তিনি নিবন্ধ লিখে কর্মসূচির প্রচার করতে আগ্রহী। জৈবচাষ সম্পর্কে জনগোষ্ঠীকে সচেতন করতে কাজ করেন ; চাষাবাদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরির লক্ষ্যে স্কুল ও কৃষক-প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন ; জৈব-কৃষির জ্ঞান লাভ ও ইতিবাচক পরিবর্তনে আগ্রহী করতে অ্যাকসেস এগ্রিকালচার ভিডিও ও অ্যাপসের প্রচার করেন।
Person Type
অন্যান্য ফল
Photo
