প্যাট্রিক হার্ভ প্রশিক্ষণের মাধ্যমে গাছপালা উৎপন্নে বিশেষত্ব-সহ একজন কৃষিবিদ। তিনি ইকোলোজি ও জৈবচাষে বিশেষজ্ঞ একজন স্বাধীন প্রশিক্ষক। তিনি বেশ কিছু প্রশিক্ষণ অধিবেশন পরিচালনা করেছেন ; যার মধ্যে অতি সম্প্রতি জৈব গুড এগিকালচার প্র্যাকটিস (জিএপি), ন্যাশনাল ডিরেক্টরেট অব এডুকেশন (ডিএনই) এবং অলটারনেটিভ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (এডিডি)-এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জৈব ইনপুট ও জৈব উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন। প্যাট্রিক ক্যামেরুনের ইবানজেলিকাল বিশ^বিদ্যালয়ের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে পিআরওএফওসিএপি প্রকল্পের আওতায় জৈব ইনপুট উৎপাদন ব্যবহার সম্পর্কে জৈবচাষাবাদ উপদেষ্টাদের প্রশিক্ষণের সাথে যুক্ত ছিলেন। তাঁর লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তিকে সুসংহত করে আরও দক্ষ জৈবচাষাবাদ প্রশিক্ষণ পরিষেবা প্রদান করা এবং এর জন্য তরুণ ও নারীদের প্রস্তুত করা।
