ওয়্যাগেনিগেন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা একজন কৃষিবিজ্ঞানী। দক্ষিণ গোলার্ধজুড়ে ২৫ বছরেরও বেশি সময় ধরে পল কৃষিবিষয়ক ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ প্রকল্প নিয়ে কাজ করছেন। ‘কৃষক-থেকে-কৃষক’ প্রশিক্ষণ ভিডিও নির্মাণ, ভিডিও থেকে সৃষ্ট শিখনসমূহের সমন্বিত গবেষণা ও সেগুলোর বিস্তারে পল অগ্রণী ভূমিকা পালন করেছেন। ২০১০ সালে তিনি তাঁর নিজস্ব এন্টারপ্রাইজ ‘সিজিআইএআর’-এর ‘প্রোগ্রাম লিডার লার্নিং অ্যান্ড ইনোভেশন সিস্টেম’ পদে কাজ শুরু করেন। ২০১২ সালে পল তার কাজের প্রভাব আরও বিস্তৃত করতে অ্যাকসেস এগ্রিকালচারের কো-ফাউন্ডার হিসেবে কাজ শুরু করেন।
Person Type
অ্যাকুয়াকালচার
Photo
Title
ইন্টারন্যাশনাল ডিরেক্টর