ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো-র টেকনিক্যাল স্কুল অব হায়ার এডুকেশন থেকে ব্যবস্থাপনায় পাণ্ডিত্য লাভ করেন। তাঁর সাংবাদিকতায় ডিপ্লোমা রয়েছে এবং তিনি কৃষি ও জলবায়ু পরিবর্তনের ওপর বেশ কিছু প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। তাঁর এনজিও অ্যাসোসিয়েশন অব ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট অব এনগান্ডা টিসানডি অ্যাডেরিগাস-এর সভাপতি পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি মেউম্বি কোকোমা কোকোয়া কো-অপারেটিভ-এর যোগাযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে তিনি ডিআরসিওএনজিও এএসএসএ-এর জাতীয় নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর দেশে এবং আফ্রিকার উপ-অঞ্চলে গণমাধ্যমে এবং একজন উন্নয়নকর্মী হিসেবে ভিডিও প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।
Person Type
অন্যান্য ফল
Location
পানীয় জাতীয় শস্য
Photo