কাঠের বর্জ্য দিয়ে উঁচু বেড তৈরি
আপলোড করা হয়েছে 1 month ago Loading
14:21
কাঠের বর্জ্য বা গুঁড়ো দিয়ে বাগানে উঁচু বেড তৈরি করার জন্য একটি গর্ত খনন করুন। এরপর মাটিগুলো গুঁড়ো বা আলগা করে তার সাথে কাঠের বর্জ্য বা গুঁড়ো এবং ফসলের বর্জ্য মিশিয়ে গর্তটি ভরাট করুন। এই উপাদানগুলোর সঙ্গে আপনি গোবরের দ্রবণ মেশাতে পারেন। দ্রবণটিতে থাকা উপকারী জীবাণুগুলো কাঠের বর্জ্যকে ভেঙে পুষ্টিসমৃদ্ধ সারে পরিণত করবে। একসপ্তাহ পরে আপনি ওই গর্তে গাছের চারা রোপণ করতে পারেন অথবা বীজ বুনতে পারেন।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Shanmuga Priya J.