রাশওয়ান গাদ এলরব সেই ২০০৩ সাল থেকে উন্নয়ন কাজে নিয়োজিত। তিনি জীবিকা বাড়াতে ও প্রতিবেশী জনগোষ্ঠীর সচেতনতা বাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার দলে আরও রয়েছেন হামাদা আবদেল নাজির সাবেত, আজজা সায়িদ ও শায়মা মাহমুদ। আনুষ্ঠানিক পদ্ধতিতে এই জনগোষ্ঠীগুলোকে সেবা প্রদান করার লক্ষ্যে এনজিও আফদাল (বেটার) জনগোষ্ঠী উন্নয়ন দল গঠন করা হয়। তারা উৎপাদন বাড়াতে সহায়তা করে ক্ষুদ্র চাষিদের উপার্জন বাড়ানোর দিকে নজর রাখে। এনজিও-টি ইউএসএআইডি, ইউএন এবং সেভ দ্য চিল্ড্রেনসহ অনেক ফন্ডিং অ্যাজেন্সির সাথে কাজ করেছে।
Person Type
মাছ চাষ
Location
Egypt
Photo
