রেবেকা আকুলু উত্তর-উগান্ডার আদুকু-তে অবস্থিত উগান্ডার কলেজ অব কমার্স থেকে বিজনেস স্টাডিজ-এ ডিপ্লোমা অর্জন করেন, তাঁর প্রধান বিষয় ছিল হিসাব বিজ্ঞান। তিনি আদ্যাকা রুরাল ইয়ুথ ডেভেলপমেন্ট ইনেশিয়েটিভ (এআরওয়াইডিআই) পরিচালিত লিরার আর্যাদি মৌমাছি খামারের সহ-পরিচালক। এআরওয়াইডিআই মূলত মৌমাছি সংরক্ষণের আধুনিক কৌশল, মৌমাছি চাষ ও মধুর ব্যবসায়ের জন্য মূল্য সংযোজন বিষয়ে দুই হাজারেরও বেশি কৃষককে প্রশিক্ষণ দিয়েছে। দলটি গ্রামীণ কৃষকদের ফসলের উৎপাদন এবং গবাদিপশু লালনপালনে পরিবেশবান্ধব অনুশীলনগুলো প্রয়োগ করে যাতে মৌমাছির ইকোসিস্টেম বজায়ে থাকে। রেবেকা কিশোরী বয়সে গর্ভধারণের শিকার হয়েছিলেন ফলে তাঁর লেখাপড়ায় ছেদ পড়ে। তবে, প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করার জন্য তিনি পরে কলেজে ভর্তি হন। তিনি নেটওয়ার্ক ফর উইমেন অ্যাকশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি গর্ভধারণের দরুন স্কুল থেকে ঝরে পড়া কিশোরীদের কাগজের ঠোঙা তৈরি করা, ঝুড়ি বানানো এবং স্থানীয় উপকরণ ব্যবহার করে মৌচাক বানানোর কাজে কারিগরি দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে থাকে। রেবেকা সামাজিক কৃষিব্যবসা এবং সামাজিক উদ্যোগ ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে তাঁর জনগোষ্ঠীর গ্রামীণ ক্ষুদ্রকৃষকদের জীবিকার পরবর্তনে ও রূপান্তরে প্রাণান্ত। তাঁর পরিকল্পনা হলো, সৌরশক্তি চালিত স্মার্ট প্রজেক্টর ব্যবহার করে ভিডিও প্রদর্শন ও প্রশিক্ষণ প্রদান করে অন্যান্য তরুণীদের অর্থ উপার্জনের পাশাপাশি কৃষিকাজে আগ্রহী করে তোলা।
