রেভ ডেস্টিন বিকাউতা লৌমৌমৌ ব্রাজাভিলের অধিবাসী এবং তিনি একজন প্রশিক্ষিত সাংবাদিক। বর্তমানে তিনি ব্রাজাভিলের প্রধান ধর্মযাজকের এলাকায় যোগাযোগ পরিসেবার সাথে যুক্ত আছেন এবং রেডিও ম্যাগনিফিকেটে অনুষ্ঠান উপস্থাপক ও প্রতিবেদকের দায়িত্ব পালন করছেন। বিশপের এলাকার জন্য ইউটিউব চ্যানেলের অ্যানিমেশন (চিত্রায়ণ, সম্পাদনা, ভয়েস ওভার)-এর দায়িত্বও বিকাউতা’র ওপর ন্যস্ত। প্রায় ১০ বছর ধরে বিকাউতা জৈবকৃষিকাজ ও প্রাণিসম্পদ প্রজননের বিষয়ে আগ্রহী, যা তিনি তাঁর সাংবাদিকতার বাইরে করে থাকেন। অ্যাকসেস এগ্রিকালচার অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে বিকাউতা অ্যাকসেস এগ্রিকালচার ও এগটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্য দেশের এগ্রোইকোলজি, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ ও আরও অনেক বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে উপকার পেতে তাঁর জনগোষ্ঠীর তরুণ ও নারীদের উৎসাহিত করতে পারেন।
Person Type
অন্যান্য ফল
Location
অন্যান্য শস্য
Photo
