২৯ বছর বয়সী একজন মালিয়ান উদ্যোক্তা। তিনি সংস্থা ব্যবস্থাপনায় এমবিএ করেন। তিনি হিরৌ অ্যালায়েন্স সারল নামে একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও। এই কোম্পানিটিতে পাঁচজন বেতনভুক্ত কর্মী রয়েছে। কোম্পানিটির লক্ষ্য হলো প্রধানত মালির নারী ও তরুণদের একীভূত করে একটি অন্তর্ভুক্তিমূলক ভ্যালু চেইনের মাধ্যমে জৈব-পদ্ধতিতে উৎপাদিত শজিনার পণ্যগুলোর প্রচার করা ও বেচাকেনা করা। প্রতিষ্ঠানটি এমন একটি ব্যবসায়িক মডেল তৈরি করেছে যার মাধ্যমে তাদের উদ্দিষ্ট জনগোষ্ঠীর জন্য প্রযুক্তিগত সহায়তা সরবরাহ করছে এবং ওই উদ্দিষ্ট জনগোষ্ঠীকে জৈব-পদ্ধতিতে উৎপাদিত শজিনা সরবরাহকারীতে রূপান্তর করছে। তারা শজিনার জন্য যেমন প্রযুক্তিগত সহায়তা প্রদান করে একই ধরনের সহায়তা অন্যান্য দানাদার শস্য বা সিরিয়াল ফসলের জন্যও করে থাকে। এই উদ্যোগটি বাগুনেদা জোনে ৮০জন নারী ও তরুণ কৃষকের সাথে কাজ করছে, যেখানে পাঁচ হাজার ১০০ শজিনা গাছের একটি নার্সরি স্থাপন করা হয়েছে। রোকিয়াটুর আকাক্সক্ষা হলো ২০২৫ সালের মধ্যে দশ লাখ শজিনা গাছের অধিকারী হওয়া এবং ভিডিও প্রশিক্ষণের মাধ্যমে অন্যান্য কার্যক্রমের বিকাশ ঘটানো। তাঁর উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানাই। রোকিয়াটুর উদ্যোগটি বেশ কিছু প্রোগ্রাম বিজয়ী হয়েছে। যার মধ্যে ‘ওয়েস্টার্ন আফ্রিকান প্রোগ্রাম অব ক্লাইমেট লিডারশিপ ফর উইমেন, ওয়ান প্লানেট ফেলোশিপ, ইয়াং আফ্রিকান লিডারশিপ ইনিশিয়েটিভ, ইয়াং ইনোভ্যাশান ল্যাব এবং উইমেন অ্যাক্ট ওয়েস্ট আফ্রিকা অন্যতম। রোকিয়াটুর নেতৃত্বের দরুন তাঁকে আফ্রিকার জলবায়ু সম্পর্কিত গ্রিন অ্যাম্বাসেডর বা সবুজ রাষ্ট্রদূত মনোনীত করা হয়েছে।
Person Type
মাছ চাষ
Location
Mali
Photo