স্যামুয়েল গুয়েন্ডো মালির একজন তরুণ উদ্যোক্তা। তিনি দুটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একটি কৃষি বিষয়ে, অন্যটি কৃষিনীতি ও গ্রামীণ অর্থনীতি বিষয়ে। তিনি আমেনেনা [এএমএএনইএনএ] নামের একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও। স্যামুয়েলের বিভিন্ন এনজিও-তে ১৪ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো আইসিআরআইএসএটি, অ্যাকশন কন্ট্রে লা ফেইম, অক্সফাম জিবি, কারিতাস। ২০১৯ সালে তিনি তাঁর উদ্যোগটি শুরু করেন। তাঁর প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো কৃষকদের ক্ষমতা বাড়ানো এবং তারা যেন সহজে কৃষি-উপকরণ ও প্রশিক্ষণ ভিডিওগুলো সহজে পেতে পারেন সেই ব্যবস্থা করা। তাঁর উদ্যোগে চার জন কর্মী রয়েছেন।
Person Type
মাছ চাষ
Location
Mali
Photo