টমেটো গাছের খুঁটি (স্টেকিং)
আপলোড করা হয়েছে 2 years ago Loading
12:51
খুঁটি (স্টেকিং) দিয়ে গাছপালা বেঁধে দিলে বেশি আলো পায় ও বাতাস চলাচল ভালো হয়। টমেটো গাছে খুঁটি দিলে পোকামাকড় ও রোগের আক্রমণ কম হয় এবং ফল সহজে নষ্ট হয় না। খুঁটি দেওয়ার কারণে আপনার টমেটো গাছ ফলের ওজনে হেলে পড়বে না। গাছপালা সুস্থভাবে বেড়ে উঠবে এবং ভালো ফল দেবে।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Atul Pagar, WOTR