<<90000000>> দর্শক
<<266>> উদ্যোক্তা 18টি দেশে
<<4647>> টি কৃষিবাস্তুবিদ্যা ভিডিও
<<107>> ভাষা উপলব্ধ

তানজেনিয়ার দোদোমা বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্ট প্ল্যানিং, ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি তানজেনিয়ার ওপেন ইউনির্ভাসিটি-তে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) বিষয়ে স্নাাতোকত্তর পড়াশোনা করছেন। তিনি এমটান্ডাও ওয়া ভিকুন্ডি ভ্যা ওয়াকুলিমা না ওয়াফুগাজি কিলিমাঞ্জারো (এমভিআইডাব্লিউএকেআই)-এ প্রকল্প কর্মকর্তা হিসেবে কাজ করছেন। এই প্রতিষ্ঠানটি কিলিমাঞ্জারো অঞ্চলে সম্প্রসারণ পরিসেবা প্রদানের মাধ্যমে কৃষক ও মেষপালক দলের সক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে এবং প্রধানত নারী ও তরুণদের জৈবকৃষিচর্চায় সহায়তা প্রদান করে। তিনি মানবাধিকার ও নারী পুরুষের সমান অধিকার, পরিবেশের ভারসাম্য রক্ষা, বাজারের তথ্য প্রাপ্তি এবং আইসিটি প্রভৃতি বিষয়ে কৃষকের পক্ষে ওকালতি (অ্যাডভোকেসি) করে থাকেন। স্টেফানো কৃষকদের জন্য জৈবকৃষি ও টেকসই কৃষির প্রচারে প্রাণান্ত। স্লো ফুড ইন্টারন্যাশনালের একজন সদস্য হিসেবে স্টেফানো অন্যদের সাথে কৃষকদের বীজ ও খাদ্য ব্যবস্থাপনায় জনগোষ্ঠী ও স্কুল উদ্যানের মাধ্যমে ভালো, পরিষ্কার ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রচারের কাজে নিয়োজিত। স্মার্ট প্রজেক্টরকে তিনি তানজেনিয়ার উত্তরাঞ্চলের কৃষকদের মাঝে জৈবচাষাবাদচর্চা উৎসাহিত করার উপযুক্ত দৃশ্যায়ন (ভিজুয়াল) উপকরণ বলে মনে করেন। তিনি তাঁর জনগোষ্ঠীতে এমভিআইডাব্লিউএকেআই-এর সদস্য এবং অন্যান্য কৃষকদের মাঠকার্যক্রম পরিচালনা করার সময় কৃষক থেকে কৃষক প্রশিক্ষণ ভিডিওগুলো দেখানোর জন্য স্মার্ট প্রজক্টর ব্যবহার কারর পরিকল্পনা হাতে নিয়েছেন।

Person Type
মাছ চাষ
Location
মৌমাছি চাষ
Photo
 স্টেফানো রাশিদ এমসুইয়া

আমাদের স্পনসরদের ধন্যবাদ