লিলংওয়ে জেলার চম্বুওয়ে গ্রামের ২৩ বছর বয়সী একজন তরুণ। সিডনি তার এলাকার কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষি প্রশিক্ষণের ভিডিও’র ব্যাপারে উদ্বুদ্ধ হন। ওই একই অফিস থেকে ‘তরুণ উদ্যোক্তা চ্যালেঞ্জ ফান্ড’-এর নাম শোনেন তিনি। সিডনি দেখেন যে, ভিডিও’র মাধ্যমে স্থানীয় মালাউইয়ান ভাষায় নিরক্ষর কৃষকদের প্রশিক্ষণ সহায়তায় বড়ো একটি সুযোগের সূচনা। তার বিশ^াস, স্মার্ট প্রোজেক্টর যেহেতু বৈদ্যুতিক গ্রিড ছাড়া চলে সেহেতু প্রত্যন্ত এলাকায় এই প্রযুক্তি খুব কার্যকর হবে। সম্প্রসারণ কর্মীদের তুলনায় কৃষকের সংখ্যা বেশি থাকায় ভিডিওগুলো সে-ক্ষেত্রেও ভারসাম্য আনতে সহায়তা করবে। তার ওপর, এলাকার কৃষকেরা টেকসই কৃষিচর্চা বিষয়েও সচেতন হবে। সিডনি মনে করেন, এতে পরিবেশের ক্ষতি কমার পাশাপাশি কৃষক পরিবারের উৎপাদনশীলতা ও লাভের পরিমাণ বাড়বে।
Person Type
মাছ চাষ
Location
Malawi
Photo